ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনঃনিয়োগ পেলেন আকরাম আল হোসেন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনঃনিয়োগ পেলেন আকরাম আল হোসেন

ঢাকা: অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আকরাম-আল- হোসেনকে পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা বোর্ডে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য পুনঃনিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৭ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

উপসচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পল্লী সঞ্চয় ব্যাংক আইন, ২০১৪ এর ধারা ১১ ও ১২ অনুযায়ী মো. আকরাম-আল-হোসেন (অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব)-কে পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা বোর্ডে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে ০২ (দুই) বছরের জন্য পুনঃনিয়োগ প্রদান করা হলো।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
জিসিজি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।