ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এপিএ চুক্তি বাস্তবায়নে ফের প্রথম সোনালী ব্যাংক

সিনিয়র করেসপেন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
এপিএ চুক্তি বাস্তবায়নে ফের প্রথম সোনালী ব্যাংক

ঢাকা: ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন সব রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে সোনালী ব্যাংক পিএলসি।

বুধবার (৩০ আগস্ট )  আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব ও এপিএ ফোকাল পয়েন্ট মাকছুমা আক্তার বানু স্বাক্ষরিত পত্রে এ তথ্য প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) এ তথ্য জানিয়েছে সোনালী বিএলসি।

সোনালী ব্যাংক পিএলসি ১০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ৯৮.৪৫ নম্বর অর্জন করেছে। এ নম্বর রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের মধ্যে সর্বোচ্চ। এপিএ বাস্তবায়নে পরপর তিনবার প্রথম স্থান অধিকার অধিকার করল ব্যাংকটি।

এ বিষয়ে সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম বলেন, এ অর্জন ব্যাংকের সব কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফলাফল। ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের নির্দেশনা অনুসারে ব্যাংকের সবস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা নিরলসভাবে কাজ করার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।

প্রসঙ্গত, এর আগে  ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরেও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে সোনালী ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন সব রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছিল।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
জেডএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অর্থনীতি-ব্যবসা এর সর্বশেষ