ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চালু হচ্ছে টাকা-রুপি ডেবিট কার্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
চালু হচ্ছে টাকা-রুপি ডেবিট কার্ড

ঢাকা: ডলার এড়িয়ে আগামী সেপ্টেম্বর থেকে টাকা-রুপির ডেবিট কার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এই কার্ড দিয়ে বাংলাদেশের ভেতরে টাকা দিয়ে কেনাকাটা ও বিভিন্ন বিল পরিশোধ করা যাবে।

পাশাপাশি ভারতে ভ্রমণ করতে গেলে রুপিতে খরচ করার সুবিধা থাকছে।

রোববার (১৮ জুন) ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণার সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এ তথ্য জানান।

গভর্নর বলেন, আমরা টাকার একটি পে-কার্ড চালু করছি। এটাকে ভারতের রুপির সঙ্গে সংযুক্ত করে দেবো। এ কার্ড গ্রাহকরা বাংলাদেশে ডেবিট কার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। যেকোনো কেনাকাটা করতে পারবেন। আবার যখন ভারতে যাবেন, তখনও এ কার্ড দিয়েই ভ্রমণ কোটায় ১২ হাজার ডলার খরচ করতে পারবেন।

‘এর ফলে দুইবার মানি এক্সচেঞ্জে যে লকসান হচ্ছে, তা আর হবে না। অর্থাৎ ভ্রমণে যেতে হলে প্রথমে টাকা থেকে ডলারে কনভার্ট করতে হয়, পরে ভারতে গিয়ে ডলার রুপিতে কনভার্ট করতে হয়। টাকার পে-কার্ড নিলে দুইবার মানি চেঞ্জ করতে হবে না। ’

এতে করে কমপক্ষে ৬ শতাংশের মতো খরচ কমবে বলেও জানান গভর্নর।

ভ্রমণ, চিকিৎসাসহ বিভিন্ন কাজে প্রতিবছর বিপুল সংখ্যক মানুষ বাংলাদেশ থেকে ভারতে যান। তাদের জন্য এ কার্ড অনেক সুবিধাজনক উল্লেখ করে তিনি বলেন, ভারত থেকে বাংলাদেশের রপ্তানি আয় আসে প্রায় দুই বিলিয়ন ডলার। এই পরিমাণ বাণিজ্য লেনদেন এখন রুপিতে নিষ্পত্তি করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
জেডএ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অর্থনীতি-ব্যবসা এর সর্বশেষ