ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জুন ২১, ২০২১
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ। ছবি: বাংলানিউজ

আগরতল: ত্রিপুরা রাজ্যে ইতোমধ্যে জ্বালানি তেলের দাম প্রায় ১০০ রুপিতে পৌঁছেছে। মোদি সরকারের আমলে প্রতিদিন জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ কংগ্রেস দলের।

সোমবার (২১জুন) আগরতলায় অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং প্রদেশ যুব কংগ্রেস।

এদিন আগরতলার একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে তারা বিক্ষোভ করেন। উপস্থিত নেতারা জানান, সরকার যাতে অবিলম্বে জ্বালানি তেলের দাম কমাতে বাধ্য হয় তাই তারা দেশজুড়ে লাগাতার আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

এ প্রসঙ্গে উল্লেখ করা যায় এর আগেও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জুন ২১, ২০২১
এসসিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।