ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ইফতার বিতরণ করলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, মে ৭, ২০২১
ইফতার বিতরণ করলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ ইফতার বিতরণ করলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): পবিত্র রমজান মাস উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবছরও ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা সাবেক মন্ত্রী সুদীপ রায় বর্মন সংখ্যালঘু মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে ইফতার বিতরণ করেন।  

শুক্রবার (৭ মে) তিনি তার বিধানসভা এলাকার ইন্দ্রনগরে বসবাসরত সংখ্যালঘু অংশের বিভিন্ন বয়সী মানুষের মধ্যে ইফতার বিতরণ করে।

তিনি জানান আগামী দিনেও বিধানসভার অন্যান্য এলাকায় বসবাসরত সংখ্যালঘু অংশের মানুষের মধ্যে ইফতার বিতরণ করবেন। গত ৩০ বছরের বেশি সময় ধরে রমজান মাসে ইফতার বিতরণ করছেন। এই পবিত্র সময়ে মানুষদের মধ্যে ইফতার বিতরণ করে তিনি খুশি বলেও জানান।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মে ৭, ২০২১
এসসিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।