ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের পাতায় চিড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের পাতায় চিড়

কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের পাতায় চিড় ধরেছে। লিগামেন্ট ও টিস্যুতেও লেগেছে চোট।

মুখ্যমন্ত্রীর পায়ে প্লাস্টার করতে হয়েছে। তিনি ট্রমায় আছেন এবং সুস্থ হতে সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার (১১ মার্চ) ভোরে পিজি হাসপাতালের সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে রাজ্যসভার তৃণমূলের সংসদ সদস্য ড. শান্তনু সেন জানান, এ ধরনের আঘাতে সাধারণত ছয় থেকে আট সপ্তাহ বিশ্রামে থাকতে হয়।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর বুধবার নন্দীগ্রামের একাধিক মন্দিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলের দিকে রানিবাঁধের একটি মন্দির থেকে বের হচ্ছিলেন তিনি। এসময় ভিড়ের মধ্যে থেকে ধাক্কা দেওয়া হয় তাকে। তাতেই মমতা মুখ থুবড়ে পড়ে যান মমতা। বাঁ পায়ে আঘাত লাগে তার। কপালেও চোট লাগে। সেখান থেকে বুধবার রাত ৯টার দিকে নন্দীগ্রাম থেকে ফিরে মুখ্যমন্ত্রী কলকাতার পিজি হাসপাতালে ভর্তি হন। তাকে ওই হাসপাতালের উডবার্ণ ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে রাখা হয়। মধ্যরাতেই তার এমআরআই করা হয়। তারপরই জানা যায়, মুখ্যমন্ত্রীর পায়ের পাতায় চিড় ধরেছে।
 

আরও পড়ুন:

***মমতাকে হাসপাতালে দেখতে এসে তোপের মুখে রাজ্যপাল

*** হেলিকপ্টারযোগে কলকাতায় নেওয়া হলো মমতাকে, চলছে চিকিৎসা
***চক্রান্ত করে আমাকে ধাক্কা মারা হয়েছে: মমতা

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।