ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সেপ্টেম্বরে দেড় কোটি রুপির পণ্য জব্দ করেছে বিএসএফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
সেপ্টেম্বরে দেড় কোটি রুপির পণ্য জব্দ করেছে বিএসএফ

আগরতলা: গত সেপ্টেম্বর মাসে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে পাচারের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা এক কোটি ৬১ লাখ ৬২ হাজার ৭শ’ ৩৫ রুপির পণ্য ও নেশা জাতীয় দ্রব্য জব্দ করেছেন।

এর মধ্যে এক কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ৯শ’ ২০ রুপির সামগ্রী জব্দ করা হয়েছে বাংলাদেশে পাচারের সময়।

 

এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে ৯ জন ভারতীয়, ১১ জন বাংলাদেশি ও একজন নরওয়ের নাগরিককে আটক করেছেন বিএসএফ সদস্যরা।  

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।