ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় আন্তঃস্কুল নাট্য উৎসব ২৬ সেপ্টেম্বর শুরু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
ত্রিপুরায় আন্তঃস্কুল নাট্য উৎসব ২৬ সেপ্টেম্বর শুরু

আগরতলা: ত্রিপুরা রাজ্যের দক্ষিণ জেলার বিলোনিয়ায় আগামী ২৬ সেপ্টেম্বর থেকে আন্তঃস্কুল নাট্য উৎসব শুরু হচ্ছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) সংস্কৃতি সংগঠনের পক্ষ থেকে জানা যায়, বিলোনিয়া টাউন হলে চার দিনব্যাপী এ উৎসব চলবে।

নাট্য উৎসবটি আগামী ২৬ সেপ্টেম্বর (সোমবার) থেকে ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত চলবে।

বিলোনিয়া মহকুমার তথ্য ও সংস্কৃতি কার্যালয় এবং বিলোনিয়া সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের যৌথ উদ্যোগে মহকুমা ভিত্তিক আন্তঃস্কুল নাট্য উৎসব অনুষ্ঠিত হবে।

মহকুমার তিনটি ব্লক এলাকা থেকে মোট ২৯টি স্কুলের নাট্যদল এতে অংশগ্রহণ করবে।

এই নাট্য উৎসবকে ঘিরে বিলোনিয়া মহকুমার বিভিন্ন স্কুলের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্কুলের নাট্যদলগুলো ব্যাপক প্রস্তুতিও চালাচ্ছে বলে জানা যায়।  

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।