ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় নগদ রুপিসহ ৭ জুয়াড়ি আটক

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
আগরতলায় নগদ রুপিসহ ৭ জুয়াড়ি আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আগরতলার বটতলা এলাকায় খেলার সামগ্রী ও নগদ রুপিসহ সাত জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

 

শনিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বটতলা বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বটতলা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তা ঘোষ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ওই সাত জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ছয় হাজার ৩শ ২৫ রুপি উদ্ধার করা হয়। সেই সঙ্গে জুয়া খেলার অন্যান্য সামগ্রীও জব্দ করা হয়।

আটকদের আদালতে তোলা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৬
ওএইচ/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।