ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ২ লাখ রুপির চোরাই কাঠ জব্দ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
ত্রিপুরায় ২ লাখ রুপির চোরাই কাঠ জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার পশ্চিম জেলার তুলাকোনা ও নতুন নগর এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই লাখ রুপির অবৈধ চোরাই কাঠ জব্দ করেছেন বন দফতরের কর্মীরা।

বুধবার (১৭ আগস্ট) ত্রিপুরার সদর মহকুমার বন দফতরের কর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে অবৈধ চোরাই কাঠ ও একটি জেনারেটর জব্দ করা হয়। এছাড়া গাছের লগসহ অবৈধ স’মিলের খোঁজ মেলে।

বন বিভাগের কর্মকর্তা মিঠুন পাল বাংলানিউজকে বলেন, জব্দ করা অবৈধ কাঠ ও অন্য সামগ্রী রাজধানীর শালবাগান এলাকার সদর মহকুমার বন দফতরের নিয়ে যাওয়া হয়েছে। যার বাজার মূল্য প্রায় দুই লাখ রুপি।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।