ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শাহাদত দিবসে কলকাতায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে মাল্যদান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
শাহাদত দিবসে কলকাতায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে মাল্যদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: ৪১তম শাহাদত দিবস তথা জাতীয় শোক দিবসে (১৫ আগস্ট) কলকাতায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে মাল্যদান করেছেন বাংলাদেশের কলকাতাস্থিত উপ-হাই কমিশনের সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা।

এ উপলক্ষে উপ-হাই কমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

ছাত্রাবস্থায় বঙ্গবন্ধু কলকাতার ‘বেকার হোস্টেল’-এ বেশকিছু দিন ছিলেন। বেকার হোস্টেলের সেই ঐতিহাসিক এবং স্মৃতি বিজড়িত কক্ষে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য রয়েছে।

সোমবার (১৫ আগস্ট) উপ-হাই কমিশনের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের রিজিওনাল ম্যানেজার সালমান হায়দার চৌধুরী। স্টেট ম্যানেজার ফকরুল ইসলাম। প্রিন্সিপাল ম্যানেজার মোহম্মদ রুহুল আমিন মামুনসহ বিশিষ্ট ব্যক্তিরা।

মাল্যদান পর্ব শেষ করে বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
ভিএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।