ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

হাইটেক হচ্ছে কলকাতা বইমেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
হাইটেক হচ্ছে কলকাতা বইমেলা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কাগজে প্রকাশনীর নাম আর স্টল নম্বর লিখে ঘুরে ঘুরে সেটা খুঁজে বেড়ানোর দিন শেষ হতে চলেছে কলকাতা বইমেলায়। এ বছর থেকে স্মার্ট ফোনে একটি অ্যাপ ডাউনলোড করে নিলে অ্যাপই খুঁজে দেবে আপনার কাঙ্খিত প্রকাশনা সংস্থার স্টলটি।



মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিষয়টি জানিয়েছেন কলকাতা বইমেলার অন্যতম উদ্যোক্তা সুধাংশু শেখর দে।

তিনি বাংলানিউজকে জানান, এবার কলকাতা বই মেলায় মোট ৬০০টি বইয়ের স্টল এবং ২০০টি লিটল ম্যাগাজিনের স্টল থাকছে। এই ৮০০টির মধ্যে আপনি যে স্টলটিতে যেতে চাইবেন, সেটি মুহূর্তে সহজেই খুঁজে পাওয়া যাবে এই অ্যাপের মাধ্যমে।

‘হেরিটেজ ওয়াক’ নামে আরও একটি বিশেষ বিষয় এ বছরই প্রথম যুক্ত হচ্ছে কলকাতা বই মেলায়। এর মাধ্যমে মেলা প্রাঙ্গণেই তুলে ধরা হবে কলকাতার হেরিটেজের গুরুত্বপূর্ণ তথ্য।

এছাড়া থাকছে পার্কিংয়ের বিশেষ ব্যবস্থা। মেলা উপলক্ষে এ বছরই প্রথম বিশেষ শাটল বাসের ব্যবস্থা থাকছে।

গত বছর কলকাতা বই মেলায় ১৮ লাখ দর্শনার্থী এসেছিলেন। এবারের বইমেলা সেই সংখ্যাকে ছাড়িয়ে যাবে বলে আয়োজকদের প্রত্যাশা।

আগামী ২৭ জানুয়ারি শুরু হয়ে কলকাতা বইমেলা চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
ভিএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।