ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তৃণমূল কংগ্রেস এমপিকে হত্যার হুমকি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
তৃণমূল কংগ্রেস এমপিকে হত্যার হুমকি

কলকাতা: ভারতীয় লোকসভার  সদস্য ও তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য (এমপি) সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মোবাইলে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়টি জানান।

 

তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কে বা কারা এসএমএস করে হত্যার হুমকি দিয়েছে। যা খুবই নিন্দনীয়। যে বা যারা এ কাজ করেছে তাদের শাস্তি পাওয়া উচিৎ।

মুখ্যমন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করার নির্দেশ দেন এবং দিল্লিতে একটি অভিযোগ করতেও বলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
ভিএস/ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।