ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় ‘অনিল বাগচীর একদিন’ সিনেমার বিশেষ প্রদর্শনী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
কলকাতায় ‘অনিল বাগচীর একদিন’ সিনেমার বিশেষ প্রদর্শনী ছবি: সংগৃহীত

কলকাতা: কথাসাহিত্যিক হুমায়‍ূন আহমেদের মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র ‘অনিল বাগচীর একদিন’ দেখানো হবে কলকাতার গোর্কি সদনে।

বুধবার (২৩ ডিসেম্বর) কলকাতায় চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করেছে কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশন।



চলচ্চিত্র নির্মাণ করেছেন পরিচালক মোরশেদুল ইসলাম। উপ হাই কমিশন সূত্রে জানানো হয়, বেশি মানুষের কাছে পৌঁছাতে সবার জন্য প্রেক্ষাগৃহ উন্মুক্ত রাখা হবে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।