ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শ্রীমন্তপুর সীমান্তে চালু হচ্ছে আইসিডি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
শ্রীমন্তপুর সীমান্তে চালু হচ্ছে আইসিডি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আরগতলা-আখাউড়ার ইন্টিগ্রেটেড চেকপোস্টের (আইসিপি) পর এবার শ্রীমন্তপুর সীমান্তে চালু হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কমপ্লেক্স (আইসিডি)।

আগামী বছরের ৬ জানুয়ারি ত্রিপুরার সিপাহীজলা জেলার শ্রীমন্তপুরে বাংলাদেশ-ভারত সীমান্তে চালু হচ্ছে আধুনিক সুবিধা সম্পন্ন এই কমপ্লেক্স।



কমপ্লেক্সের আনুষ্ঠানিক সূচনা পর্বে উপস্থিত থাকবেন ভারত সরকারের বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারমণ।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় মহাকরণে সাংবাদিকদের একথা জানান ত্রিপুরার শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী।

সম্প্রতি শ্রীমন্তপুর ল্যান্ড কাস্টম স্টেশনকে (এলসিপি) আইসিডি-তে উন্নীত করা হয়। এতে সর্ব‍াধুনিক সুবিধা সম্পন্ন ত্রিতল ভবন নির্মাণ করা হয়।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এসএন/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।