ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দুঃসহ ভ্রমণ শেষে ঐতিহাসিক আগরতলায় র‌্যালি

মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
দুঃসহ ভ্রমণ শেষে ঐতিহাসিক আগরতলায় র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা, ত্রিপুরা থেকে: আগরতলা ষড়যন্ত্র মামলা পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানে দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলা। তৎকালীন পাকিস্তান সরকার স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানসহ ৩৫ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেছিল।



১৯৬৮ সালের প্রথম ভাগে দায়ের করা এ মামলায় অভিযোগ করা হয়, শেখ মুজিব ও অন্যান্যরা ভারতের সঙ্গে মিলে পাকিস্তানের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ মামলাটির পূর্ণ নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবর রহমান গং মামলা। তবে এটি আগরতলা ষড়যন্ত্র মামলা হিসেবেই বেশি পরিচিত, কারণ মামলার অভিযোগে বলা হয়েছিল, ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় কথিত ষড়যন্ত্রটি শুরু হয়েছিল।

বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল মৈত্রী ৠালি এখন ত্রিপুরার রাজ্য আগরতলায়। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টায় আগরতলার জিনজার হোটেলে পৌঁছে র‌্যালিটি। আগরতলা রোটারি ক্লাব স্বাগত জানায় রাইডারদের।

শুক্রবারের ২৯০ কিলোমিটার পথের পরিকল্পিত সময় ধরা হয়েছিল ৮ ঘণ্টা। তবে সময় লাগে ১৫ ঘণ্টা। এদিনের ভ্রমণ ছিল আরো দুর্বিসহ। শিলচর থেকে ত্রিপুরা পর্যন্ত খানাখন্দে ভরা ৪০ কিলোমিটার রাস্তা পেরোতে সময় লেগে যায় প্রায় ৬ ঘণ্টা।
 
এর আগে সকালে কাছাড় জেলার শিলচর শহরের সতীন্দ্র মোহন দেব স্টেডিয়াম থেকে ফ্ল্যাগ অফ করেন কাছাড়ের জেলা কমিশনার।
এ সময় আয়োজক প্রতিষ্ঠান কলিঙ্গা মোটরসের প্রেসিডেন্ট মহারাজ প্রভীন চন্দ্র বলেন, এ পথ যান চলাচলের উপযোগী নয়।

রাইডারদের উদ্দেশে তিনি মজা করে বলেন, 'শরীরের ম্যাসাজ হয়ে গেছে'। একজন এমএলএ (মেম্বার অব লেজিসলেটিভ এসেম্বলি) হিসেবে কেন্দ্রীয় সরকারের কাছে বিষয়টি তিনি তুলে ধরবেন বলে জানান।

চারদেশের প্রতিনিধিদলের নেতৃত্বদানকারীরাই বলেন, এ পথ যান চলাচলের উপযোগী নয়।

বাংলাদেশ দলের প্রতিনিধি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব নিরোধ চন্দ্র মণ্ডল বলেন, এ পথ বাংলাদেশের যান চলাচলের উপযোগী নয়। চট্টগ্রাম পোর্ট থেকে পণ্যবহনকারী যান আগরতলা থেকে জৈন্তাপুরের এ সড়কে চলতে পারবে না। এটা ঝুঁকিপূর্ণ পথ।

জৈন্তাপুরের এ পথে র‌্যালি পরিচালনা করায় ক্ষুব্দ খোদ ভারতীয় অংশগ্রহণকারীরাই। ভারতের অন্যান্য প্রান্ত থেকে আসা অংশগ্রহণকারীরা সবাই অবাক হয়েছেন, এ পথে যান চলাচল দেখে। এ পথে কিভাবে আন্তর্জাতিক রুট হিসেবে যান চলবে প্রশ্ন তোলেন সবাই।

র‌্যালিতে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব নিরোধ চন্দ্র মণ্ডলের নেতৃত্বে ৬ সদস্যের দলে রয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ডের সেকেন্ড সেক্রেটারি মোহাম্মদ শহীদুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের উপ পরিচালক মাকসুদুর রহমান, বাংলাদেশ ফ্রেড ফরোয়ারডার্স অ্যাসোসিয়েশনের পরিচালক (পোস্ট অ্যান্ড কাস্টমস) সাইদ মো. বখতিয়ার, শ্যামলী পরিবহনের ম্যানেজার নয়ন কুমার রায় এবং বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট মাজেদুল হক।

বাংলাদেশ সময়: ০৩১৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এমএন/আরএ

** ও আমার দেশের মাটি...
** শিলচর হকি দলে এখন ৫৫ নারী
** পথের শেষ কোথায়...
** মেঘালয়ের নারীর পোশাক জাইনসেম
** শামুক-ঝিনুকে গড়া স্বপ্নকথন
** ১৬ ঘণ্টায় শিলচর
** বাংলাদেশকে প্রয়োজন, বললেন মেঘালয়ের মূখ্যমন্ত্রী
** চোখ জুড়ানো শিলংয়ে বড়া নদীর পাড়ে
** ব্রহ্মপুত্রের পাড় ধরে এবারে যাত্রা শিলচরে
** অবশেষে সমতলে, ব্রহ্মপুত্রের পাড়ে
** পাপীকে গ্রাস করা মেবার টিশো হ্রদ
** পুরে ওয়ারমং বাজারে
** যে দেশে সুখটাই প্রধান
** আবারও ভারতের উদ্দেশে যাত্রা
** ভুটানে শেষ রাত, মনগারে র‌্যালি
** ১৩শ ফুট ওপরে বরফ মাড়িয়ে ছুটে চলা
** বিদায় ‘ভ্যালি অব বিউটিফুল গার্লস’
** ভুনতাংয়ের ঠাণ্ডায় তুগবোর উত্তাপ
** ইয়াকের দেখা মিললো উরা উপত্যকায়
** মাইনাস ৮ ডিগ্রি তাপমাত্রার ভুমতাংয়ে
** অস্ত্রহীন পুলিশ, সিগন্যাল ছাড়া ট্রাফিক
** পান চাবানোর দেশে স্মোক ইজ ক্রাইম!
** থিম্পুতে ফ্ল্যাগ অফ করলেন ধুনজেল
** থিম্পুতে বুদ্ধের দীর্ঘ বসা মূর্তি
** অাঞ্চলিক সম্পর্ক মজবুত করবে বিবিঅাইএন এমভিএ
** যান চলাচল শুরু মানেই বাণিজ্য সম্প্রসারণ
** ড্রাগনের শহরে
** চুজুম নদীর স্রোতে
** সুখের শহরে যাত্রা
** হিমালয় রাজ্যের সকাল
** ওয়েলকাম টু ভুটান
** মেঘে ভাসা কালিম্পং হয়ে গোরবাথানাত
** মায়াবতী সিকিমের উপত্যকা জীবন
** বাই বাই সিকিম....
** শুধু র‌্যালি নয়, বন্ধুত্বের বিনিময়
** আর যদি কখনো যাও আমার কালিম্পং...
** রাইডারস আর ওয়ে টু গ্যাংটক
** দীর্ঘতম পথ পাড়ি দিয়ে শিলিগুড়িতে রাইডাররা
** হাওটায় সূর্যস্নান
** নেতা হতে আসতে হবে গান্ধী ময়দান
** ছট পূজার মধ্যে গঙ্গা পেরোলো র‌্যালি
** র‌্যালি পৌঁছালো পাটনা
** বিহারের পথে ধাবায় চা
** দ্রৌপদী মুরমু’র অাশীর্বাদ নিয়ে রাঁচি ছাড়লো র‌্যালি
** ওড়িষ্যা-ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী ৫ নাচ (ভিডিও)
** ৫৩৪ কিমি পাড়ি দিয়ে র‌্যালি এখন রাঁচিতে
** মহারাজার পথে পথে সংবর্ধনা
** তাদের জন্য যত ভক্তি
** ভুবনেশ্বর থেকে রাঁচির পথে মোটর র‌্যালি
** মন্দিরের শহরে...
** ওড়িশায় বিবিআইএন র‌্যালির উদ্বোধন
** পুরির বাতাসে....
** ১৯ দিনে ৩ দেশে ৪২২৩ কিলোমিটার মোটর র‌্যালি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।