ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মহারাজার পথে পথে সংবর্ধনা

মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
মহারাজার পথে পথে সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বারিপাদা, ওড়িশা থেকে: মহারাজা প্রাভীন চন্দ্র ভেঞ্জ দেও'য়ের নির্বাচনী এলাকা বারিপাদা। ক্ষমতাসীন বিজু জান্তা দলের (বিজেডি) এমএলএ (মেম্বর অব লেজিসলেটিভ অ্যাসেম্বলি) তিনি।

আয়োজক প্রতিষ্ঠান কলিঙ্গ মোটরসের প্রেসিডেন্টও প্রাভীন। রয়েছেন বিবিএন ফ্রেন্ডশিপ মোটর র‌্যালির সঙ্গেই। ফলে র‌্যালির পথে পথে বাড়তি সংবর্ধনা পাচ্ছেন অংশগ্রহণকারীরা।

রামগোবিন্দপুর প্রবেশ পথেই ২০টি গাড়ির ট্রাভেল রেডিওতে সবাই 'জয় মহারাজা, জয় মহারাজা' বলে ওঠেন। মহারাজার এলাকায় প্রবেশ বলে কথা!
তাই বারিপাদা জেলায় ফুলের মালা, ফুলের তোড়া, দীপক, মিষ্টি, মন্ডা, জুস দিয়ে অভিবাদন ও আপ্যায়ন করা হচ্ছে অতিথিদের।

রাম গোবিন্দপুরে খোলা মাঠে দেওয়া হয় সংবর্ধনা। গ্রামের মানুষ তাদের নেতাকে কাছে পেয়ে উদ্বেলিত। একই সঙ্গে চার দেশের অতিথিদের জন্য ভালোবাসার সবটুকুই প্রকাশ করেন তারা।

এরপরেও পথে পথে থামাতে হয় র‌্যালি। নারী-পুরুষ এগিয়ে আসেন ফুল হাতে, গাড়ির জানালা দিয়েই খেতে দেন মিষ্টি মন্ডা।

ময়ূরভাঞ্জ প্যালেসের সামনেই আয়োজন আরেকটি সংবর্ধনার। সেখানে চলে স্থানীয় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা।

দুটি সংবর্ধনাতেই বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব নিরোধ চন্দ্র মন্ডল এলাকাবাসীকে বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল- এ যাত্রার মধ্যদিয়েই উপ-আঞ্চলিক শক্তি হিসেবে পৃথিবীতে পরিচিত হবে। চার দেশের মধ্যে সহযোগিতামূলক সব সর্ম্পক তৈরিতে বাংলাদেশ সবসময়ই প্রস্তুত।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এএ

** তাদের জন্য যত ভক্তি
** ভুবনেশ্বর থেকে রাঁচির পথে মোটর র‌্যালি
** মন্দিরের শহরে...
** ওড়িশায় বিবিআইএন র‌্যালির উদ্বোধন
** পুরির বাতাসে....
** ১৯ দিনে ৩ দেশে ৪২২৩ কিলোমিটার মোটর র‌্যালি
** বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল মৈত্রী মোটর র‌্যালিতে মাজেদুল নয়ন
** আই.আই..আই...চেন্নাই এক্সপ্রেস!
** রামহরি মিস্ত্রী লেনের কথা
** রাস্তায় দাঁড়িয়ে স্যান্ডউইচ আর ভেলপুরি
** নিউমার্কেটে হ্যাপি দিওয়ালি
** পুরুষ প্রবেশ নিষেধ
** ‘আমি সীমানায় বিশ্বাসী নই’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।