ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা চলচ্চিত্র উৎসব উদ্বোধন করবেন অমিতাভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
কলকাতা চলচ্চিত্র উৎসব উদ্বোধন করবেন অমিতাভ অমিতাভ বচ্চন

কলকাতা: আগামী ০৪ নভেম্বর উদ্বোধন হতে চলেছে ২১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন অভিনেতা অমিতাভ বচ্চন।

৬১ দেশের মোট ১৪৯টি চলচ্চিত্র উৎসবে দেখানো হবে।

আয়োজকপক্ষ জানিয়েছে, উৎসবে উপস্থিত থাকতে পারছেন না পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার শাহরুখ খান। তবে উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যা বালান, শর্মিলা ঠাকুর ও মৌসুমি চট্টোপাধ্যায় উপস্থিত থাকবেন।

কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামসহ বিভিন্ন প্রেক্ষাগৃহে উৎসবের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। উৎসব চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
ভিএস/এসএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।