ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতার মন্ত্রিসভায় যাচ্ছে না জোটসঙ্গী বামদল এসইউসি

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৯ ঘণ্টা, মে ১৭, ২০১১
মমতার মন্ত্রিসভায় যাচ্ছে না জোটসঙ্গী বামদল এসইউসি

কলকাতা: মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভায় আমন্ত্রণ পেলেও মন্ত্রিত্ব নিতে নারাজ বামদল এসইউসি।

দলটির কেন্দ্রীয় কমিটির নেতা মানিক মুখার্জি সোমবার কলকাতায় বাংলানিউজকে বলেন, ‘আমরা বামফ্রন্টের বিরুদ্ধে।

কিন্তু জোটের মন্ত্রিসভায় থাকব না। তৃণমূলের কর্মসূচির সঙ্গে আমাদের কোনো মিল নেই। আমরা বিধানসভায় বিরোধী আসনে বসব। ’

দীর্ঘদিন ধরেই রাজ্যে বামদল সোসালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়ার (এইউসি) অবস্থান সিপিএমসহ বামফ্রন্টের রাজনীতির বিরুদ্ধে। বেশ কয়েক দফা তারা দক্ষিণ ২৪ পরগণা জেলার জয়নগর ও কুলতলী আসনে জয়ী হয়েছে।

নন্দীগ্রাম ও সিঙ্গুরের ভূমি অধিগ্রহণবিরোধী আন্দোলনের সময় তারা ডানপন্থী তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগ দেয়। লোকসভা নির্বাচনেও তারা যৌথভাবে লড়াই করে জয়নগর লোকসভা কেন্দ্রটিতে জয়ী হয়।

সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে তারা অনেকগুলি আসন দাবি করলেও মমতা তাদের সেই জয়নগর ও কুলতলী আসনদুটিই দেন। এর প্রতিবাদে তারা বেশ ক’টি আসনে কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দেয়।

কংগ্রেসও পাল্টা প্রার্থী দেয়। কিন্তু নির্বাচনী ফলাফলে দেখা গেল দু’টির মধ্যে একটি আসন কুলতলিতে তারা সিপিএমের কাছে পরাজিত হলো।

বাংলাদেশ সময়: ০৩০৪ ঘণ্টা, মে ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।