ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

প্রার্থী তালিকায় অপরাধী আর কোটিপতির ভিড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১

কলকাতা: রাজ্যের প্রথম দফা নির্বাচনে যারা লড়ছেন তাদের মধ্যে অপরাধী আর কোটিপতির সংখ্যা বেশি বলে জানিয়েছে ন্যাশনাল ক্রাইম ওয়াচ নামের একটি সংগঠন।

এ সংগঠনের প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে, প্রথম দফা নির্বাচনে প্রার্থীদের মধ্যে ১৯ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে।

এদের মধ্যে ২৭ জনের বিরুদ্ধে চুরি, রাহাজানি এমনকি খুনের অভিযোগ রয়েছে।

এর মধ্যে কংগ্রেসের ১০ জন, সিপিএমের ৮ জন, বিজেপির ৮ জন, এসএউসির ৫ জন ও তৃণমূলের ৪ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে।

জানা গেছে, ইসির কাছে দেওয়া প্রার্থীদের হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে।

তথ্যে প্রকাশ পেয়েছে প্রথম দফার প্রার্থী তালিকায় ৯ জন কোটিপতি রয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে ধনী কংগ্রেস প্রার্থী লোকসঙ্গীত শিল্পী সুখবিলাস বর্মা।

এ রিপোর্ট থেকে আরও একটি চমকপ্রদ পাওয়া গেছে, বিদায়ী বিধানসভায় অধিবেশনগুলোতে সবচেয়ে কম দিন উপস্থিত ছিলেন সিপিএম নেতা ও রাজ্যের আবাসনমন্ত্রী গৌতম দেব। মাত্র ৭০ দিন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।