ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দিল্লিতে সোয়াইন ফ্লু আক্রান্ত নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
দিল্লিতে সোয়াইন ফ্লু আক্রান্ত নারীর মৃত্যু

কলকাতা: ভারতের রাজধানী দিল্লিতে সোয়াইন ফ্লু আক্রান্ত হয়ে মারা গেছেন এক নারী। এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত হয়ে দিল্লির উত্তম নগরের বাসিন্দা ৪২ বছরের এ নারী মারা যান।



বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিল্লির স্বাস্থ্য দফতরের জনস্বাস্থ্য বিভাগের অতিরিক্ত নির্দেশক চরণ সিংহ এ ঘটনার সত্যতা স্বীকার করেন।

এছাড়া দিল্লির কাছেই ফরিদাবাদ থেকেও সোয়াইন ফ্লু আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যুর খবর জানা গেছে। ৩৯ বছর বয়সী ওই ব্যক্তিও বৃহস্পতিবার রাতে মারা যান। এর আগে গত ২৬ ডিসেম্বর দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ৫১ এক বছরের নারীও মারা যান।

তবে বাকি দু’টি ঘটনা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায় নি।

দিল্লির স্বাস্থ্য দফতরের জনস্বাস্থ্য বিভাগের অতিরিক্ত নির্দেশক চরণ সিংহ জানান, হাঁচি, কাশি ও হাত মেলানোর মাধ্যমেও এই রোগটি মানব শরীরের মধ্যে সংক্রামিত হতে পারে।

ফরিদাবাদ, গুরগাঁও থেকে বেসরকারিভাবে আরও আক্রান্তের খবর আসছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, সোয়াইন ফ্লু আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ৯ জানুয়ারি, ২০১৫


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।