ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৫ ইটভাটা উচ্ছেদ, ১৬ লাখ জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
৫ ইটভাটা উচ্ছেদ, ১৬ লাখ জরিমানা

চট্টগ্রাম: হাটহাজারীতে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আইন ভঙ্গের দায়ে তাদের ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) হাটহাজারীর অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

পরিবেশ অধিদফতরের সহায়তায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম।

তিনি বাংলানিউজকে বলেন, অভিযানে ৫টি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া কর্ণফুলী ব্রিকস ম্যানুফাকচারিংকে ৪ লাখ, শাহ আমানত ব্রিকস ফিল্ডকে ৩ লাখ, কাদেরিয়া ব্রিকস ফিল্ডকে ৩ লাখ, সোনালী ব্রিকস ফিল্ডকে ৩ লাখ এবং শাহজালাল ব্রিকস ফিল্ডকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।