ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিমানের কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
বিমানের কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম: চোরাচালানে সহযোগিতার অভিযোগে বিমানের কর্মকর্তা-কর্মচারীসহ ও একজন যাত্রীসহ মোট ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে চট্টগ্রাম বিভাগীয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৮টায় বন্দরনগরীর পতেঙ্গা থানায় মামলাটি করেন চট্টগ্রাম বিভাগীয় দুদকের সহকারী পরিচালক এ এইচ আখতারুজ্জাম‍ান।



আসামিরা হলেন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপকের পি এ মোমেন মোকসেদ, সহকারী রাজস্ব কর্মকর্তা বিমানবন্দর কাস্টমস আনিসুর রহম‍ান, বিমান যাত্রী আলাউদ্দিন চৌধুরী ও ট্রলি সহকারী একে এম নুরুদ্দিন।

দুদকের পরিচালক আব্দুল আজিজ ভুইয়া বাংলানিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, ২০১৩ সালের ১ নভেম্বর এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে দুবাই থেকে আসছিলেন যাত্রী আলাউদ্দিন চৌধুরী। তার দুটি ব্যাগে ২৫ টি স্বর্ণের বার আনুমানিক মূল্য ১ কোটি ২৫ লাখ ছিলো। এসব স্বর্ণ চোরাচালানে সহযোগিতা বিমানের ওই কর্মকর্তা ও কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২১০৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।