চট্টগ্রাম: আনোয়ারায় বাবা সাজিয়ে ভোটার হতে এসে ধরা পড়লেন সুমাইয়া আক্তার নামে এক রোহিঙ্গা তরুণী।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার নির্বাচন অফিসে ছবি তুলতে এসে ধরা পরেন এ তরুণী।
জানা গেছে, ওই তরুণী পরিবারসহ গত কয়েক বছর ধরে আনোয়ারা উপজেলার জুইঁদন্ডী ইউনিয়নে বসবাস করছেন।
উপজেলা নির্বাচনী কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সালেহ বাংলানিউজকে বলেন, সুমাইয়া নামে ওই তরুণী ভোটার হতে আসলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই তরুণীর কথায় ও নথিপত্রের গরমিলে পেয়ে তাকে আটক করি। তার সঙ্গে থাকা আসল ও নকল দুই পিতাকেও আটক করা হয়েছে। এ কাজের সঙ্গে অন্যকেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
এমআর/পিডি/টিসি