চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মো .জসিম উদ্দিন (৫৬), একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মজিদের পাড়া নিয়াজুর রহমান চেযারম্যান বাড়ির মৃত নিয়াজুর রহমানের ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে মো. জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
মো. জসিম উদ্দিন নিষিদ্ধ ঘোষিত সংঘঠন খাগরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
এমআই/পিডি/টিসি