ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হাজতখানায় মারতে গিয়ে আহত আসামি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
হাজতখানায় মারতে গিয়ে আহত আসামি প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার গণধর্ষণ মামলার আসামি রানা হাজতখানায় অন্য এক আসামিকে মারতে গিয়ে আহত হয়েছেন।  

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম আদালত ভবনের নিচ তলায় চট্টগ্রাম মহানগর হাজতখানায় এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান জানান, কোতোয়ালী থানার মামলার আসামি মো. জয়নাল ও কোতোয়ালী থানার আরেকটি গণধর্ষণ মামলার আসামি রানা হাজতখানায় কথা বলছিলেন। উচ্চস্বরে কথা না বলায় জন্য রানা জয়নালকে বারণ করে।

এনিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।  

তিনি আরও জানান, এক পর্যায়ে জয়নালকে লাথি মারেন রানা। কিন্তু জয়নালের গায়ে না লেগে তার পা দেওয়ালে লাগে। এতে রানা পায়ের আঙ্গুলে ব্যথা পান। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে রানাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।