ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল পথচারীর ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: হাটহাজারীতে প্রাইভেট কারের ধাক্কায় মোহাম্মদ কামাল (৬৫) নামের এক পথচারী মারা গেছেন।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের চারিয়া বোর্ড স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোহমিন শাহ বাড়ির মৃত আমির হোসেনের ছেলে।

নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন বাংলানিউজকে জানান, রাস্তা পারাপার হওয়ার সময় বেপরোয়া গতির একটি প্রাইভেট কার কামাল হোসেনকে ধাক্কা দিলে এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া করে পৌরসভার মুন্সি মসজিদ সংলগ্ন হেফজখানা এলাকা থেকে ঘাতক প্রাইভেট কারটি আটক করে। পরে  হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি আটক করে। সুরতহাল শেষে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।