ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জায়গার দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
জায়গার দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষ ...

চট্টগ্রাম: নগরের বাকলিয়া এক্সেস রোড এলাকায় কয়েক দফায় দুপক্ষের মধ্যে জায়গার দখল নিয়ে সংঘর্ষ হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সৈয়দ শাহ রোডে সন্ধ্যার পর থেকেই কয়েক দফায় এ সংঘর্ষ হয়।

 

প্রত্যেক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার পর সংঘর্ষের শুরু থেকেই দুপক্ষ একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।  

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বাংলানিউজকে জানান,  দুপক্ষের মধ্যে সন্ধ্যা থেকে জায়গা দখল নিয়ে কয়েক দফা মারামারি হয়েছে।

রাতের দিকে সেখানে গ্লাস ভাঙচুর করা করেছে। ঘটনাস্থলে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ রয়েছে। তবে পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। সেখানে গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি।

এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, এ সংঘর্ষ বিএনপির দুপক্ষের মধ্যে সংঘটিত হয়।

বাংলাদেশ সময়: ০১২৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।