ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, মাসে আক্রান্ত হাজারেও বেশি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
চট্টগ্রামে ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, মাসে আক্রান্ত হাজারেও বেশি  ...

চট্টগ্রামে: গত তিন মাসে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩২ জন মারা গেছেন। এই তিনমাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩০৪ জন।

অর্থাৎ গড়ে প্রতিমাসে হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন।

রোববার (১০ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করা হয়।

সভায় সচেতনতা বাড়ার পাশাপাশি প্রশাসনিকভাবে কঠোর হওয়ার প্রতি জোর দেওয়া হয়।  

ডেঙ্গু রোধে চট্টগ্রাম সিটি করপোরেশনও নিয়মিত অভিযান পরিচালনা করছে। বিভিন্ন বাসা-বাড়িতে পানি জমে থাকলে করা হচ্ছে জরিমানাও। কিন্তু তবুও কমছে না ডেঙ্গুর প্রকোপ।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১৪৭জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত অক্টোবর মাসে আক্রান্তের সংখ্যা ছিলেন ১ হাজার ৪৩০ জন, মারা গেছেন ৯ জন। চলতি মাসের ৯ নভেম্বর পর্যন্ত ৩৬৯ জন আক্রান্ত হন ও মারা যান ৭ জন। এর আগে ২০২৩ সালের অক্টোবর মাসে ডেঙ্গু আক্রান্ত ছিলেন ২ হাজার ৭৭৯ জন, মারা গেছেন ১২ জন এবং নভেম্বর মাসে (২০২৩ সাল) ডেঙ্গু আক্রান্ত ছিল ১ হাজার ২৫৪ জন ও মারা যান ১৬ জন।

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকহারে বৃদ্ধি পেয়েছে। আক্রান্তরা সরকারি-বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। সচেতনতা সৃষ্টির মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।