ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘কর্পোরেট গবেষক হতে স্নাতক থেকেই শিক্ষার্থীদের প্রশিক্ষণ নিতে হবে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
‘কর্পোরেট গবেষক হতে স্নাতক থেকেই শিক্ষার্থীদের প্রশিক্ষণ নিতে হবে’ ...

চট্টগ্রাম: চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ)  ‘কর্পোরেট রিসার্চ এবং অ্যাকাডেমিক রিসার্চের মধ্যে ভিন্নতা এবং অভিন্নতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি নগরের জামালখানস্থ সিআইইউ বিজনেস স্কুলের উপদেষ্টা ড. এম আইয়ুব ইসলাম সেমিনারটি পরিচালনা করেন।

 

কর্পোরেট এবং অ্যাকাডেমিক গবেষণার মধ্যে বিস্তর তফাৎ আছে উল্লেখ করে তিনি বলেন, একজন শিক্ষার্থীকে কর্পোরেট গবেষক হওয়ার জন্য তার স্নাতক প্রোগ্রামে যথাযথ প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হবে। যেখানে একজন অ্যাকাডেমিক গবেষক হওয়ার জন্য উচ্চাকাঙ্ক্ষী এমফিল বা পিএইচডি ডিগ্রি বেছে নিতে হবে।

এই সেমিনারে সিআইইউ বিজনেস স্কুলের ফ্যাকাল্টিবৃন্দ  উপস্থিত ছিলেন এবং প্রশ্নোত্তর সেশনের মাধ্যমে সেমিনারটি শেষ হয়।  

উল্লেখ্য, সিআইইউ বিজনেস স্কুল জ্ঞানের সম্প্রসারণ ও গবেষণামূলক কাজের প্রচারের লক্ষ্যে ধারাবাহিক সেমিনারের আয়োজন করে আসছে। এটি অনুষদটির পঞ্চম গবেষণা সেমিনার।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।