ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বন্দরের ৬৭২১ শ্রমিকের প্রণোদনা ৪ কোটি ৭০ লাখ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৪
বন্দরের ৬৭২১ শ্রমিকের প্রণোদনা ৪ কোটি ৭০ লাখ ...

চট্টগ্রাম: দেশের প্রধান সমুদ্রবন্দরের শ্রমিক কর্মচারীদের মালিকপক্ষের ঈদ বোনাসের বন্দরের পক্ষ থেকে জনপ্রতি ৭০০০ টাকা করে প্রণোদনা দেওয়া হয়েছে। ৬ হাজার ৭২১ জন শ্রমিক কর্মচারী ৪ কোটি ৭০ লাখ ৪৭ হাজার টাকা প্রণোদনা পেয়েছেন।

 

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বন্দর ভবন প্রাঙ্গণে ১৫ জন শ্রমিক কর্মচারীকে প্রতীকী হিসেবে নগদ অর্থ হস্তান্তর করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল। বাকি শ্রমিক কর্মচারীদের জন্য স্ব স্ব বার্থ অপারেটর, টার্মিনাল অপারেটর ও শিপ হ্যান্ডলিং অপারেটরদের চেক দেওয়া হয়েছে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দরের সদস্য (প্রকৌশল) কমডোর মোহাম্মদ মাহবুবুর রহমান, সদস্য (হারবার ও মেরিন) কমডোর এম ফজলার রহমান, বার্থ শিপ ও টার্মিনাল অপারেটর অ্যাসোসিয়েশন সভাপতি জনাব ফজলে ইকরাম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চিফ ওয়েলফেয়ার অফিসার মো. নাসির উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৪ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।