ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চমেক হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ২ দালাল আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
চমেক হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ২ দালাল আটক চমেক হাসপাতাল ভবন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ৩৩ নম্বর গাইনি ওয়ার্ড থেকে আরও দুই দালালকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে তাদের আটক করা হয়।

তারা হলেন- মো. শফি (৪০), প্রদীপ সেন (৪৭)। তারা নগরীর লাজ ফার্মা নামের একটি প্রতিষ্ঠানের কর্মচারী।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বাংলানিউজ বলেন, দুপুরে হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করা দুই দালালকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।