ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে নাছির 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে নাছির 

চট্টগ্রাম: নগরের পাহাড়তলী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।  

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ওয়ার্ড আওয়ামী লীগ ও পাহাড়তলী বাজার ব্যবসায়ী নেতাদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত ১০টি দোকান তিনি পরিদর্শন করেন।

 

এ সময় আ জ ম নাছির উদ্দীন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দুর্ঘটনার ব্যাপারে আলোচনা করেন এবং সহমর্মিতা প্রকাশ করেন।  

পরিদর্শন শেষে তিনি সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগ ও পাহাড়তলী বাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।

এতে তিনি ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সেবা সংস্থার সঙ্গে যোগাযোগ করে ক্ষতিপূরণ আদায়ের প্রতিশ্রুতি দেন।  

সভায় পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কাউন্সিলর নুরুল আমিন, যুগ্ম আহ্বায়ক লায়ন এম শওকত আলী, আবু সৈয়দ খান, রুবেল আহমেদ বাবু, পাহাড়তলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শাহজাহান সাজু, জাহাঙ্গীর বেগ, মো. আজাদ, ইন্দ্রজিৎ ভট্টাচার্য, জহিরুল ইসলাম মিজানসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগ নেতারা উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি বৈদ্যুতিক শট সার্কিট থেকে রাতে পাহাড়তলী বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ১০টি দোকান পুড়ে যায়।  

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।