ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অগ্নিঝুঁকি: তিন প্রতিষ্ঠান মালিককে লাখ টাকা জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
অগ্নিঝুঁকি: তিন প্রতিষ্ঠান মালিককে লাখ টাকা জরিমানা 

চট্টগ্রাম: অগ্নিঝুঁকি নিয়ে ব্যবসায় পরিচালনা করার দায়ে তিন প্রতিষ্ঠান মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটহাজারী উপজেলার বিভিন্ন কারখানা, গুদাম ও ব্যবসায় প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের গুদাম, কারখানা ও শোরুমের অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন করা হয়।  

জানা গেছে, পরিদর্শনে অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন-২০০৩ এর বিভিন্ন ধারা অমান্য করে বিভিন্ন প্রতিষ্ঠান।

যার ফলে সেখানে অগ্নিকাণ্ডে জানামালের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। এজন্য বেশকিছু প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় এবং অধিকতর ঝুঁকিপূর্ণ তিনটি প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ওয়ার্ল্ড ফার্নিচার গ্যালারী নামের প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা,  গ্লোবাল এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা, কর্ণফুলী প্যাকেজিং লিমিটেডকে ৫০ হাজার জরিমানা  করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, অনাকাঙ্ক্ষিত অগ্নিকান্ড প্রতিরোধে ঝুঁকিপূর্ণ সকল প্রতিষ্ঠান ও স্থাপনায় যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা স্থাপনের বিষয়ে জেলা প্রশাসক স্যারের নির্দেশনা রয়েছে। এর প্রেক্ষিতে হাটহাজারীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়। ভবিষ্যতে এ বিষয়ে আরও অভিযান পরিচালনা করা হবে।

অভিযানে সহায়তা করেন হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান ও তার টিম।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।