ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নদী ও সাগরে অভিযান, জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
নদী ও সাগরে অভিযান, জাল জব্দ ...

চট্টগ্রাম: কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করে প্রায় ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।  

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে বঙ্গোপসাগরে এবং আকমল আলী ঘাট, উত্তর কাট্টলী ঘাট, দক্ষিণ কাট্টলী ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে নৌকা ১টি,  ১০টি বিহিন্দি জাল, ১৫টি চরঘেরা জাল, ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০ এর ৫ ধারায় একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বাংলানিউজকে বলেন, জেলা মৎস্য অফিস ও কোস্টগার্ডসহ কর্ণফুলী নদী এবং বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে বেশকিছু জাল জব্দ করা হয়। এছাড়াও আকমল আলী ঘাট, উত্তর কাট্টলী ঘাট, দক্ষিণ কাট্টলী ঘাটে অভিযান চালানো হয়। পরে আকমল আলী ঘাটে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।