ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাড়ে ৯ কোটি টাকা পেলেন ৪৪ ভূমি মালিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
সাড়ে ৯ কোটি টাকা পেলেন ৪৪ ভূমি মালিক ...

চট্টগ্রাম: সিটি করপোরেশনের বাস্তবায়নাধীন বাড়ই পাড়া হতে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন প্রকল্পের ভূমির অধিগ্রহণে ক্ষতিগ্রস্থদের মাঝে মাঠ পর্যায়ে ক্ষতিপূরণের চেক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।  

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে বাড়ই পাড়া মসজিদ সংলগ্ন মাঠে এ চেক বিতরণ শুরু হয়।

 

এসময় চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, দালালের খপ্পরে পড়ে যাতে কোনও রকম হয়রানি না হন সেজন্য ক্ষতিগ্রস্থদের মাঝে এল.এ চেক বিতরণ করেছি, যাতে অধিগ্রহণে তারা সরাসরি আমাদের কাছে সমস্যার কথা বলতে পারেন।

তিনি বলেন, ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ পরিবার জমির প্রয়োজনীয় সকল উপযুক্ত কাগজপত্রসহ জেলা প্রশাসকের কার্যালয়ের এল.এ শাখায় সরাসরি যোগাযোগ করলে অতি সহজে স্বল্প সময়েই ক্ষতিপূরণ পাবেন।

এছাড়াও যেকোনও অভিযোগ ও প্রয়োজনে সরাসরি যোগাযোগ করতে পারবেন।  

এসময় জেলা প্রশাসক চট্টগ্রাম জেলার উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও সাংস্কৃতিক মানোন্নয়নের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সেইসঙ্গে এতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মাসুদ কামালের পরিচালনা ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এহসান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাড়ই পাড়া খাল খনন প্রকল্পের প্রকল্প পরিচালক ফরহাদ, পূর্ব ষোলশহর ৬নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল আলম, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক  আমিনুল ইসলাম প্রমুখ।  

অনুষ্ঠানে ৪৪ জন ব্যক্তিকে ৯ কোটি ৫২ লাখ ৭৬ হাজার ১১৫ টাকার ক্ষতিপূরণের এল.এ চেক বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।