ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কথা কাটাকাটির জেরে স্বামীর হাতে স্ত্রী খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
কথা কাটাকাটির জেরে স্বামীর হাতে স্ত্রী খুন

চট্টগ্রাম: চট্টগ্রামে কথা কাটাকাটির জেরে রাবেয়া আক্তারের (২৭) নামে এক নারীকে খুন করেছেন তার স্বামী মো. জামিলে।

শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় নগরের হালিশহর থানার হালিশহর এ ব্লক এলাকায় শিশু গল্লি কেন্দ্রীয় জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

নিহত রাবেয়া আক্তার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা। তার স্বামী জামিলের বাড়ি কিশোরগঞ্জ জেলায় বলে জানা গেছে।

তারা নগরের হালিশহর থানার হালিশহর এ ব্লক এলাকায় বসবাস করতেন।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বাংলানিউজকে জানান, হালিশহর এ ব্লকে আব্দুল মালেকের বাসায় রাবেয়া বেগমের সঙ্গে তার স্বামী জামিলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ঝগড়ায় লিপ্ত হয়ে ঘরের দরজা বন্ধ করে রাবেয়াকে জবাই করে হত্যা করেন জামিল।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি-পশ্চিম) সাব্বির হোসেন জানান, রাবেয়ার সঙ্গে প্রায়ই তার স্বামীর ঝগড়া হতো। শনিবার রাবেয়াকে ছুরি দিয়ে গলা কেটে খুন করে পালিয়ে যান জামিল। এতে ঘটনাস্থলেই রাবেয়ার মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। জামিলকে গ্রেফতারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
এমআই/টিসি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।