ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মহাসড়কে থ্রি হুইলার, ১১ চালককে জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
মহাসড়কে থ্রি হুইলার, ১১ চালককে জরিমানা 

চট্টগ্রাম: মহাসড়কে থ্রি হুইলার চলাচলে নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে ১১ চালককে জরিমানা করা হয়েছ্

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেল চারটার থেকে রাত পর্যন্ত লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের তেওয়ারীহাট বাজারে  এ অভিযান পরিচালনা করা হয়।  

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বাংলানিউজকে বলেন, যানজট ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এ অভিযান পরিচালনা করা হয়।

মহাসড়কে থ্রি হুইলার চলাচলে নিষেধাজ্ঞা অমান্য করায় ১১ চালক থেকে  ৯ হাজার ৫০০ জরিমানা আদায় করা হয়।  

অভিযানে এস আই রুহুল আমিনসহ পুলিশ বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।