ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হেলসের স্টাম্প ভাঙলেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
হেলসের স্টাম্প ভাঙলেন আফ্রিদি

স্কোরবোর্ডে রান জমা হয়নি খুব বেশি। বোলারদের দারুণ শুরু এনে দেওয়া তাই ছিল ভীষণ জরুরি।

পাকিস্তান এটা নিয়মিতই পেয়েছে শাহিন শাহ আফ্রিদির কাছ থেকে। তিনি শুরুর স্বস্তি এনে দিলেন ফাইনালেও। ভাঙলেন অ্যালেক্স হেলসের স্টাম্প।  

রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। শুরুতে ব্যাট করে পাকিস্তান ৮ উইকেট হারিয়ে করতে পারে মাত্র ১৩৭ রান।  

জবাব দিতে নামা ইংল্যান্ডের বিপক্ষে যথারীতি পাকিস্তানের হয়ে প্রথম ওভার করতে আসেন শাহিন শাহ আফ্রিদি। তার প্রথম পাঁচ বল থেকে ৭ রান নেন দুই ওপেনার জশ বাটলার ও অ্যালেক্স হেলস। ওভারের শেষ বলেই দলকে প্রথম সাফল্য এনে দেন শাহিন।  

তার সুইং করা বল আঘাত হানে হেলসের স্টাম্পে। দাঁড়িয়ে থাকা ছাড়া তেমন কিছু করতে পারেননি ইংলিশ ব্যাটার। ২ বলে ১ রান করে ফিরতে হয় তাকে। সেমিফাইনালে ভারতের বিপক্ষে ১৬৯ রান তাড়া করে ম্যাচ জেতানো উদ্বোধনী জুটি ফাইনালে ভেঙে যায় কেবল ৭ রানে।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২৭ রান করেছে ইংল্যান্ড।  

বাংলাদেশ সময় : ১৬০২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।