ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপ ফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে কী হবে?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
বিশ্বকাপ ফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে কী হবে?

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রোববার মাঠে নামার কথা রয়েছে ইংল্যান্ড-পাকিস্তানের। তবে এই ম্যাচ মাঠে গড়াবে কি না এ নিয়ে তৈরি হয়েছে সংশয়।

অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, ১৩ নভেম্বর বিশ্বকাপের ফাইনালের দিন মেলবোর্নের বৃষ্টি সম্ভাবনা ৯০ শতাংশের বেশি।

রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা ম্যাচটি। পূর্বাভাস অনুযায়ী ৮-২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে ওই দিন। যদি কোনো বলই মাঠে গড়াতে না পারে তাহলে কী হবে ফল? এ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে অনেকের মনে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, নকআউট পর্বের ম্যাচে আছে রিজার্ভ ডে রয়েছে। তবে সেই হাতে রাখা দিনেও আছে বৃষ্টির শঙ্কা। সেদিন প্রায় ৯৫ শতাংশ শঙ্কাই আছে বৃষ্টির। ওই দিন ৫-১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

নিয়ম অনুযায়ী সেমিফাইনাল ও ফাইনালে ফল পেতে গেলে মানে জয়ী আর পরাজিত ঘোষণা করতে গেলে কমপক্ষে ১০ ওভার খেলার মতো পরিস্থিতি থাকতে হবে। আর তা সম্ভব না হলে রিজার্ভ ডে-তে যাবে ম্যাচ।  

একবার ম্যাচ শুরু হয়ে গেলে প্রথম দিন যেখানে শেষ হয়েছে, রিজার্ভ ডেতে খেলা শুরু হবে সেখান থেকেই। টস হলেও ম্যাচ শুরু হয়েছে বলেই ধরে নেওয়া হবে। তবে রিজার্ভ ডেতেও যদি বৃষ্টি হানা দেয়, সে ক্ষেত্রে ওভার কমে আসতে পারে।

এমনিতে ফাইনালের দিন অতিরিক্ত ৩০ মিনিট রাখা হলেও রিজার্ভ ডেতে ফল আনতে রাখা হয়েছে অতিরিক্ত ২ ঘণ্টা। আর এই দুই দিনেও ফল না হলে শিরোপা ভাগাভাগি করতে হবে ইংল্যান্ড ও পাকিস্তানকে।

বাংলাদেশ সময় : ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।