ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে ‘সেরাটা’ দিতে চায় পাকিস্তান

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২২
বাংলাদেশের বিপক্ষে ‘সেরাটা’ দিতে চায় পাকিস্তান

বিশ্বকাপের শুরুতেই পাকিস্তানকে হারতে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে। এরপর তারা হেরেছে জিম্বাবুয়ের বিপক্ষেও।

পরে দক্ষিণ আফ্রিকাকে হারালেও তাদের সুপার ‍টুয়েলভ থেকে বিদায়ের সম্ভাবনাই বেশি। বাকি আশা টিকিয়ে রাখতে তাদের বাংলাদেশের বিপক্ষে জেতার কোন বিকল্প নেই।  

বিশ্বকাপের সুপার টুয়েলভে ‘২’ নম্বর গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে ভারত। দক্ষিণ আফ্রিকার ঝুলিতে রয়েছে ৫ পয়েন্ট। এ দুই দল রয়েছে সুবিধাজনক অবস্থায়। বাংলাদেশ ও পাকিস্তান পেয়েছে সমান ৪ পয়েন্ট করে। তাদের সামনেও আছে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা।

রোববার অ্যাডিলেইড ওভালে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান মাঠে নামবে। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন পাক ব্যাটার শান মাসুদ। তিনি বলছেন, বাংলাদেশ ম্যাচ থেকে দুই পয়েন্ট নেওয়াই লক্ষ্য তাদের।  

মাসুদ বলেন, ‘যা আমাদের হাতে আছে আমরা সেটির ওপর পুরো মনোযোগ দেবো। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ, দুই পয়েন্ট পাওয়ার আছে। আমরা চেষ্টা করবো ম্যাচটি জিতে অন্য দলগুলোর কাজ কঠিন করতে। এই গ্রুপের শেষ বল হওয়া পর্যন্ত আশা থাকবে। দলের অবস্থাও খুব ভালো। আমি মনে করি কালকে ম্যাচে ভালো সুযোগ আছে। ’

আগের দুই ম্যাচ থেকে শিক্ষা নেওয়ার কথা বলছেন মাসুদ, ‘যে দুই ম্যাচ যেভাবে হেরেছি সেটি দলের জন্য খুব ডিমরালাইজিং ছিল। দলের জন্য এটিই শিক্ষা হতে পারে যে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে হবে এবং ম্যাচ বাই ম্যাচ উন্নতি করে যেতে হবে। ’

‘বাংলাদেশের বিপক্ষে এটিই চেষ্টা থাকবে। আমাদের পারফরম্যান্স যেন আরও উন্নতি ঘটাতে পারি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেসব ভুল করেছি সেগুলো যেন আর না হয় এবং ভালো বিষয়গুলো আরও ভালো করতে পারি। কালকেও পাকিস্তান পুরোপুরি পেশাদার থাকবে। ’

বাংলাদেশ সময় : ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।