ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোহলি-রোহিতসহ পূর্ণশক্তির দল নিয়ে বাংলাদেশে আসছে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
কোহলি-রোহিতসহ পূর্ণশক্তির দল নিয়ে বাংলাদেশে আসছে ভারত

ডিসেম্বরে তিন ম্যাচ ওয়ানডে ও দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারত। প্রায় সাত বছর পর পূর্ণ শক্তির দল নিয়েই টাইগারদের মুখোমুখি হবে তারা।

বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকারা আছেন ওয়ানডে ও টেস্ট দুই ফরম্যাটের সিরিজেই।

বাংলাদেশ সফরে নেই ইনজুরির জন্য বিশ্বকাপ খেলতে না পারা জসপ্রীত বুমরাহ। টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন হনুমা বিহারি, বিবেচনা করা হয়নি আজিঙ্কা রাহানেকেও।

তিন ওয়ানডের সবগুলোই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো যথাক্রমে ৪, ৭ ও ১০ ডিসেম্বর হবে। ১৪ তারিখ থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট মাঠে গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২২ তারিখ শুরু হবে দ্বিতীয় টেস্ট, শেষ টেস্ট খেলতে চট্টগ্রাম থেকে মিরপুরে ফিরবে দুই দল।

ভারতের ওয়ানডে স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশাব পান্ট (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, মোহাম্মদ শামি্‌ মোহাম্মদ সিরাজ, দীপক চাহার ও ইয়াশ দায়াল।

ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশাব পান্ট (উইকেটরক্ষক), কেএস ভারত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, কুলদ্বীপ যাদব, শারদুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।