ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগাররা দেশে ফিরছে ১৫ জানুয়ারি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
টাইগাররা দেশে ফিরছে ১৫ জানুয়ারি

ইতিহাস গড়া টেস্ট সিরিজ শেষে আগামী ১৫ জানুয়ারি দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-১ ব্যবধানে ড্র করে টাইগাররা।

মাউন্ট মঙ্গানুইতে প্রথম টেস্টে ৮ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ।

যদিও ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ইনিংস ও ১১৭ রানে হেরেছে। তবে সিরিজ শেষে ট্রফিতে হাত দিতে পেরেছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।

নিউজিল্যান্ড সফরে মাঠের ক্রিকেট শেষ হয়েছে মঙ্গলবার। তবে ম্যাচ শেষ হলেও নিউজিল্যান্ডে আরও কয়েক দিন থাকতে হবে মুমিনুল-লিটনদের।

বিসিবির লজিস্টিকস বিভাগ থেকে গতকাল জানা গেছে, বাংলাদেশ দল ঢাকায় ফিরবে আগামী ১৫ জানুয়ারি শনিবার। দেশে ফেরার ফ্লাইটে চড়ার আগে এই কয়েকটা দিন ছুটি কাটাবেন ক্রিকেটাররা। নিউজিল্যান্ড ঘুরে দেখার সুযোগও পাচ্ছেন তারা। বিশ্রামটা তাদের প্রয়োজনও। কারণ দেশে ফিরেই যে বিপিএল খেলতে নেমে যেতে হবে সবাইকে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।