ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঐতিহাসিক জয়ে টাইগারদের ৫ কীর্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
ঐতিহাসিক জয়ে টাইগারদের ৫ কীর্তি

নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে প্রথমবার হারিয়ে ইহিতাস গড়েছে বাংলাদেশ। ইবাদত হোসেনের দুর্দান্ত পারফরম্যান্সে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দাপট দেখিয়ে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে মুমিনুলবাহিনী।

কিউইদের মাটিতে যেকোনো ফরম্যাটে এটিই বাংলাদেশের প্রথম জয়।

এর মধ্য দিয়ে অধিনায়ক মুমিনুল হকের নেতৃত্বাধীন দল এমন এক অধ্যায় রচনা করল, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অমর হয়ে গেল। এক নজরে দেখে নিন, কী কী নজির গড়ল টাইগাররা-

১. নিউজিল্যান্ডের মাটিতে যেকোনো ফরম্যাটে কিউইদের বিপক্ষে এটি প্রথম জয় বাংলাদেশের।

২. ১৬ বারের চেষ্টায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয় টাইগারদের।

৩. আইসিসি র্যাংকিংয়ে প্রথম পাঁচে থাকা কোনো দলের বিপক্ষে অ্যাওয়ে টেস্টে প্রথম জয়।

৪. চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ। ঝুলিতে এল ১২ পয়েন্ট।

৫. উইকেটের নিরিখে টেস্টের ইতিহাসে বাংলাদেশের সব থেকে বড় জয় এটি। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে চার উইকেটে জিতেছিল টাইগাররা।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।