ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিএলের ফাইনালে মিঠুন-সৌম্যরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
বিসিএলের ফাইনালে মিঠুন-সৌম্যরা

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) নবম আসরে বিসিবি সাউথ জোনের বিপক্ষে ড্র করে ফাইনাল নিশ্চিত করে ওয়ালটন সেন্ট্রাল জোন। নতুন বছরের জানুয়ারীর ২ তারিখে ফাইনাল ম্যাচে মিঠুন-সৌম্যদের মোকাবেলা করবে নাসুম-হৃদয়রা।

তিন ম্যাচের মধ্যে এক জয়, এক ড্র ও এক হারে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে ফাইনাল নিশ্চিত করেছে সেন্ট্রাল জোন। অপরদিকে সমান ম্যাচ খেলে এক জয় ও দুই ড্রয়ে পয়েন্ট টেবিলের চূড়ায় থেকে ফাইনালে উঠেছে বিসিবি সাউথ জোন।

নিজেদের শেষ ম্যাচে সাউথ জোনের বিপক্ষে ম্যাচটি ড্র করে সেন্ট্রাল জোন। প্রথম ইনিংসে সৌম্য সরকারের দেড়শত রানে ভর করে ৪৮১ রান সংগ্রহ করে দলটি। তবে জবাবে ব্যাট করতে নেমে ৪৯৪ রান সংগ্রহ পায় সাউথ জোন। দলটির হয়ে শতক হাঁকান জাকির হাসান। ১৮৫ বলের মোকাবেলায় করেন ১০৯ রান।

১৩ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে পরপর ৪ উইকেট হারিয়ে ফেলে সেন্ট্রাল জোন। এরপর ম্যাচ অফিসিয়ালরা ড্র ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।