ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ছিটকে গেলেন হ্যাজেলউড

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ছিটকে গেলেন হ্যাজেলউড

অ্যাশেজের প্রথম টেস্টে দুর্দান্ত জয়ের পর অস্ট্রেলিয়া শিবিরে দুঃসংবাদ। চোটের জন্য অ্যাডিলেডে পিঙ্ক বলে টেস্টে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জস হ্যাজেলউড।

 তার পরিবর্তে দ্বিতীয় টেস্টে খেলতে পারেন ঝাই রিচার্ডসন।

প্রথম টেস্টেই চোটের সমস্যায় ভোগেন জস। ব্রিসবেনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪ ওভার বোলিং করেছিলেন তিনি। তবে এই চোট নিয়ে খুব বেশি ভাবছে না অজি টিম ম্যানেজমেন্ট। চোট যাতে বড় আকার ধারণ না করে সেই জন্যই জসকে বিশ্রাম দেওয়া হচ্ছে।

এদিকে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে নামতে যাচ্ছে অজিরা। ব্রিসবেনে ট্রাভিস হেড রান পেয়েছেন। ক্যামেরুন গ্রিন উইকেট পেয়েছেন। তবে চিন্তা থেকে যাচ্ছে ওপেনার মার্কাস হ্যারিসের ফর্ম নিয়ে। তিনি এখনও ডেভিড ওয়ার্নারকে সঙ্গ দেওয়ার মতো পারফর্ম করে উঠতে পারেননি।

আগামী ১৬ ডিসেম্বর দিবা-রাত্রির অ্যাশেজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।