ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ নিশ্চিত করল ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, মার্চ ৮, ২০২১
শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ নিশ্চিত করল ক্যারিবীয়রা

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সোমবার সকালে লঙ্কানদের তিন উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ক্যারিবীয়রা।

অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কার দেওয়া ১৩২ রানের টার্গেটে খেলতে নেমে এক ওভার হাতে রেখেই জিতে যায় পোলার্ডবাহিনী। ক্যারিবীয়দের পক্ষে লেন্ডল সিমন্স ২৬ ও নিকোলাশ পুরান ২৩ রান করেন। এছাড়া ফ্যাবিয়ান অ্যালান ও এভিন লুইস ২১ রান করে করেন।

শ্রীলঙ্কার পক্ষে লাকশান সান্দাকান ৩টি উইকেট লাভ করেন। এছাড়া হাসারাঙ্গা ও দুশমান্ত চামিরা ২টি করে উইকেট নেন।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৩১ রান করে শ্রীলঙ্কা। মাত্র ৪৬ রানে ৪ উইকেট হারানোর পর অবিচ্ছিন্ন ৮৫ রানের জুটি গড়েন দিনেশ চান্দিমাল ও অ্যাসেন বান্দারা। চান্দিমাল ৪৬ বলে ৫৪ ও বান্দারা ৩৫ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।