ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ সমতায় ভারত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ সমতায় ভারত

প্রথম টেস্ট হেরে পরে ফিরে আসার গল্প ভারত কদিন আগেও অস্ট্রেলিয়ার মাটিতে করে দেখিয়েছে। এবার ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে।

চার ম্যাচ সিরিজের প্রথমটিতে বাজেভাবে হারের পর দ্বিতীয় টেস্টে ইংলিশদের সেই তেতো স্বাদ দিল বিরাট কোহলি বাহিনী। ৩১৭ রানের বড় ব্যবধানে জিতে সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে স্বাগতিকরা।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ দিনই ফলাফল চলে আসলো। যদিও তৃতীয় দিন শেষেই ইংল্যান্ডের হার অনেকটা নিশ্চিত হয়ে যায়। যেখানে অক্ষর প্যাটেল, রবীচন্দ্রন অশ্বিন ও কুলদ্বীপ যাদবের স্পিন ঘূর্ণিতে মাত্র ১৬৪ রানে নিজেদের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় সফরকারীরা।

৩ উইকেট হারিয়ে ৫৩ রানে তৃতীয় দিন শেষ করা ইংল্যান্ড চতুর্থ দিন দাঁড়াতেই পারেনি। ক্যারিয়ারের অভিষেক টেস্ট খেলতে নেমেই বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল এক ইনিংসে পাঁচ উইকেট দখল করলেন। প্রথম ইনিংসেও তিনি ২টি উইকেট পেয়েছিলেন। ইংলিশদের হয়ে কেউ সেভাবে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। সর্বোচ্চ ৩৩ রান করেন অধিনায়ক জো রুট।

প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর এই ইনিংসে ৩ উইকেট নিলেন অশ্বিন। মাঝে দলের দ্বিতীয় ইনিংসে টেস্ট ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়ে ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে। ইংল্যান্ডের বাকি দুটি উইকেট তুলে নেন যাদব।

এর আগে ভারতের প্রথম ইনিংসে ৩২৯ রানে জবাবে ইংল্যান্ড ১৩৪ রানে গুটিয়ে গিয়েছিল। পরে দ্বিতীয় ইনিংসে ভারত ২৮৬ রান করলে ইংলিশদের সামনে ৪৮২ রানের বিশাল লক্ষ্য দাঁড়ায়।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।