ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ায় মাতালদের হাতে বর্ণবাদের শিকার বুমরাহ-সিরাজ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
অস্ট্রেলিয়ায় মাতালদের হাতে বর্ণবাদের শিকার বুমরাহ-সিরাজ বুমরাহ ও সিরাজ

জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ বর্ণবাদের শিকার হয়েছেন বলে এক অভিযোগ দায়ের করেছে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিনে কিছু মাতাল সমর্থকদের হাতে বর্ণবাদের শিকার হন এই দুই ভারতীয় পেসার।

তৃতীয়দিনের খেলা শেষে অধিনায়ক আজিঙ্কা রাহানের নেতৃত্বে রবীচন্দ্রন অশ্বিনসহ ভারতীয় দলের কয়েকজন সিনিয়র খেলোয়াড় বিষয়টি অবগত করেন দুই ফিল্ড আম্পায়ার পল রেইফেল এবং পল উইলসনকে। দলের দু’জন খেলোয়াড় ‘মারাত্মক অপমানজনক’ বর্ণবাদের শিকার হয়েছেন বলে জানান তারা।  

এ বিষয়ে তখন আলোচনা চলে আম্পায়ার, নিরাপত্তা কর্মকর্তা ও ভারতীয় ক্রিকেটারদের মধ্যে। সফরকারীরা ড্রেসিংরুমে ফিরলে ভারতীয় দলের নিরাপত্তা কর্মকর্তারাও দ্রুত মাঠের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। ঐ সময় ভেন্যুতে আইসিসি’র নিরাপত্তা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।