ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঢাকায় এসেছেন টাইগারদের নতুন ব্যাটিং কোচ লুইস

স্পোর্টস করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
ঢাকায় এসেছেন টাইগারদের নতুন ব্যাটিং কোচ লুইস জন লুইস

ঢাকায় এসেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়োগ পাওয়া নতুন ব্যাটিং কোচ জন লুইস।  বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এই ইংলিশ কোচ।

 

তবে এখনই তিনি কোচিং স্টাফদের সঙ্গে যোগ দিতে পারবেন না। সরকারের নিয়ম অনুযায়ী ইংল্যান্ড থেকে যারা আসবেন তাদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) লুইসের কোয়ারেন্টিন কমানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে।

বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের একথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি জানিয়েছেন, সরকারের অনুমতি নিয়ে দুইবার করোনা পরীক্ষা করিয়ে ফলাফল নেগেটিভ এলে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।  

তিনি বলেন, ‘ব্রিটিশ নাগরিকদের ক্ষেত্রে ১৪ দিনের বিধিনিষেধ রয়েছে। আমরা সে ব্যাপারে সরকারের সঙ্গে কথা বলেছি। সংশ্লিষ্ট অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। বিশেষ অনুমতির জন্য আবেদন করা হয়েছে। শুধু জন লুইস নন, আরও যে কজন ব্রিটিশ স্টাফ রয়েছেন তাদের কোয়ারেন্টিনের সময় মওকুফের জন্য আবেদন করা হয়েছে। এটি ইতোপূর্বেও সরকার আমাদের দিয়েছিলেন। সেটা প্রক্রিয়াধীন আছে। পরপর দু’টি পরীক্ষায় নেগেটিভ প্রমাণিত  হলেই তারা দলের সঙ্গে যোগ দিবেন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।